17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘বেসামাল’ হয়ে ফিরলেন পূজা চেরি

‘বেসামাল’ হয়ে ফিরলেন পূজা চেরি - the Bengali Times
পূজা চেরি

কিছুদিন আগেই মা হারিয়েছেন। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি চিত্রনায়িকা পূজা চেরি। এরমধ্যেই প্রকাশ্যে এল তার আসন্ন সিনেমার গান। সেই গানের প্রমো শেয়ার করে ফেসবুকে নায়িকা লিখেন, ‘মা তোমার আশীর্বাদ নিয়ে আমি আবার কাজে ফিরে গেলাম । পাশে থেকো মা।’

প্রমোর পর উন্মুক্ত হয়েছে ‘বেসামাল’ শিরোনামের আইটেম গানটি। গান উন্মোচনের মাধ্যমেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো ঈদে মুক্তি পাবে ‘লিপস্টিক’ সিনেমা। এরমধ্যে গতকাল রবিবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান।

- Advertisement -

তিনি জানান, ‘আমরা ঈদেই মুক্তি দেব এমন সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। কেবল সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষা করেছি। সেন্সর ছাড়পত্র হাতে পেয়েই আমাদের সিনেমার ব্যয়বহুল বেসামাল গানটি প্রকাশের মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলাম।’

পূজা চেরি বললেন, ক’দিন আগেই মাকে হারালাম। যে আমার আমার পৃথিবী । সেই মা এখন আমার সঙ্গে নেই। এমন সময়ে চারদিকে অন্ধকার লাগছে। ঠিক এই সময়ে লিপস্টিক ঈদে মুক্তির খবর এলো। এখন সিনেমাটা নিয়েই ব্যস্ত থাকব। মা হারানের শোক কাটিয়ে উঠার চেষ্টা করব।’

‘বেসামাল’ গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য।

‘লিপস্টিক’ সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এখানে আরও রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।

- Advertisement -

Related Articles

Latest Articles