
বাল্যবিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসা কিশোরীকে পুলিশসহ ধর্ষণ করেছে ৪০০ জন। গত ছয় মাসে ৪০০ জনেরও বেশি ব্যক্তি ধর্ষণ করেছে ওই কিশোরীকে (১৬)। এমনকি থানায় ধর্ষণের অভিযোগ করার পর পুলিশের লালসারও শিকার হন বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। বর্তমানে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় এমন ঘটনা ঘটেছে। খবর: আনন্দবাজার
চলতি সপ্তাহে থানায় অভিযোগ করেছে ওই কিশোরী। ভারতের মহারাষ্ট্রের বিড জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী জানিয়েছেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে বাল্যবিবাহ, ধর্ষণ, যৌন নিগ্রহ আইনে মামলা করা হয়েছে। গত ছয় মাসে ৪০০ জন ওই কিশোরীকে ধর্ষণ করেছে। এক পুলিশ কর্মকর্তাও ধর্ষণে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’
অভিযোগপত্র থেকে জানা গেছে, তার মা মারা গেছে বেশ কয়েক বছর আগে। আট মাস আগে তার বিয়ে হয়েছে। তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করে। খারাপ ব্যবহার করে। সেখান থেকে পালিয়ে বাবার কাছে ফিরে এসেছিলেন। কিন্তু বাবা আশ্রয় দেয়নি। পরে জেলার আম্বা জোগাই বাসস্ট্যান্ডে বাধ্য হয়ে ভিক্ষা করতে শুরু করেন।
এই সময় থেকেই তার ওপর অত্যাচার শুরু হয়েছিল বলে জানিয়েছেন ওই কিশোরী।