5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

জয়া-অমিতাভের সম্পর্কের সত্যিটা ফাঁস হলো ৫০ বছর পর

জয়া-অমিতাভের সম্পর্কের সত্যিটা ফাঁস হলো ৫০ বছর পর - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউডের আলোচিত দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ১৯৭৩ সালে বিয়ে করেন তারা। এরপর থেকে এখন ২০২৩, দাম্পত্য জীবনের ৫০ বছরের লম্বা ইনিংস তাদের। যদিও মাঝেমধ্যেই তাদের দাম্পত্যের মাঝে আসে অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন। তবু এখনো মজবুত তাদের দাম্পত্য সম্পর্ক। অমিতাভের সঙ্গে জয়ার সম্পর্কের সমীকরণ কেমন, এবার নাতনি নব্যার শো-এ এসে জানালেন।

‘হোয়াট দ্য হেল নব্যা ২’ শো-এ এসে অভিনেত্রী জানান, অমিতাভই নাকি তার প্রিয় বন্ধু। জয়া বলেন, ‘আমার স্বামীই আমার বেস্ট ফ্রেন্ড। এমন কোনো কথা নেই যা আমি তাকে বলি না।’

- Advertisement -

১৯৭১ সালে ‘গুড্ডি’ সিনেমার সেটে সূত্রপাত অমিতাভ ও জয়ার প্রেমের। তার বছর দুয়েকের মধ্যেই জয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিগ বি। ‘অভিমান’, ‘শোলে’, ‘সিলসিলা’, ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবিতেও জুটি বেঁধে কাজ করেছেন অমিতাভ ও জয়া।

ওই এক পর্বে এসে শ্বেতা বচ্চন আপত্তি জানান মা ও মেয়ের বন্ধুত্ব নিয়ে। তিনি বলেন, ‘আমি জানি না কেন সবাই বলেন আমার মেয়েই আমার বন্ধু বা আমার ছেলেই আমার সেরা বন্ধু৷’

মেয়ের কথা শুনতে জয়া পাল্টা জিজ্ঞাসা করেন, ‘কেন, সন্তানেরা বন্ধু হতে পারে না?’ যার জবাবে শ্বেতা তখন বলেন, ‘আমরা বন্ধু নই। তুমি আমার মা, আমাদের কথা বলার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে যা অতিক্রম করতে পারব না। আমার সন্তানেরা কিন্তু আমার সন্তানই। আবার আমার বন্ধুদের জায়গা আলাদা।’

- Advertisement -

Related Articles

Latest Articles