
সাবেক এমপি ধীরেন্দ্র নাথ শম্ভুর গাড়ী বেআইনীভাবে উল্টো রাস্তা দিয়ে এসে একজন পথচারীকে ধাক্কা দিয়ে গুরতর আহত করেন। দুঃখজনক হলো এই ঘটনায় আহত পথচারীকে হাসপাতালে না নিয়ে উল্টো তাকেই তিনি গালমন্দ করেন। টকশো ওয়ালাদের উচিত ধীরেন্দ্র নাথকে অনলাইনে নিয়ে এসে প্রশ্ন করা যে একজন আইন প্রণেতা হয়ে কি করে তিনি দু দুটো আইন ভঙ্গ করলেন?
যে কোন গণতান্ত্রিক দেশ হলে তাঁর বিরুদ্ধে মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা হবার সম্ভাবনা ছিল।
আহত ব্যক্তির নাম জাহিদুর রহমান। গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর শনিবার রাতে জাহিদুর রহমান ধীরেন্দ্রনাথ শম্ভুকে ফোন করেন। এসময় তিনি আরো ক্ষেপে যান। কড়া ভাষায় বলেন, ‘কিছুই হয়নি। যা হয়েছে এটা কোনো ব্যাপার না। সরকার পক্ষের লোক তারা এমনটা করতেই পারে।’
জাহিদুর রহমান বিষয়টি নিয়ে মামলার জন্য বনানী থানায় একটি এজাহার জমা দিয়েছেন, দেখা যাক আইন তার নিজস্ব গতিতে চলে কিনা, আইন সবার জন্যে সমান কিনা!