14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সমকাল ঈদ সংখ্যা

সমকাল ঈদ সংখ্যা - the Bengali Times

স্যামসন এইচ চৌধুরী মিলনায়তন,ঢাকা ক্লাবে ৬ এপ্রিল সমকাল ঈদ সংখা ২০২৪ প্রকাশনা সন্ধ্যা ও ইফতার-ডিনার। সুখাদ্য,ঈদ সংখ্যা সহ লেখকদের প্রাপ্তী বিতরন ছিলো। প্রতি বছর একই রকম !

- Advertisement -

তবু ভালো লাগে রমজানের এই বোরিং দিনে সবার সঙ্গে দেখা,হাসি খুশি আড্ডা ইফতারের পর-পর সুখাদ্য ডিনার পেটে জায়গা নেই তবু খাওয়া, খারাপ কি! দারুণ সময়। প্রতি বছরের মত এবার ঈদ সংখ্যায় মাহবুব আজিজের ইচ্ছায় যথারীতি শিল্পকলা নিয়ে একটি লেখা রয়েছে আমার। সাউথ এশিয়ার প্রথম একজন আধুনিক নারী শিল্পী অমৃতা শের গীলকে নিয়।

‘মা তোমাকে সালাম’ কেন মা পরে বলবো।দেশে ও বিদেশে আমার প্রিয় জনদের পাঠের সুবিধার জন্যে পরে লেখাটি ইমেজ সহ পোস্ট করবো।ঈদ সংখ্যার দীর্ঘ কর্মযুদ্ধ শেষে খাদ্য সহ সুন্দর একটি সন্ধ্যা উপহার দেয়ার জন্যে সমকালের কবি মাহবুব আজিজ ও তার দক্ষ টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

- Advertisement -

Related Articles

Latest Articles