16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ঈদের নাচে মুগ্ধ করলেন বাজরাঙ্গির সেই মুন্নি

ঈদের নাচে মুগ্ধ করলেন বাজরাঙ্গির সেই মুন্নি - the Bengali Times
হারশালি মালহোত্রা

‘বাজরাঙ্গি ভাইজান’-এর মুন্নির কথা মনে আছে তো? এই চরিত্রে অভিনয় করে সবার মনেই জায়গা করে নিয়েছিলেন হারশালি মালহোত্রা। এমনকি ‘বাজরাঙ্গি ভাইজান’-এ হারশালি মালহোত্রার সামনে সালমান খানের মুগ্ধতাও ফিকে হয়ে গিয়েছিল। দেশের প্রতিটি প্রান্ত থেকে মুন্নির চরিত্রে অনেক ভালোবাসা পেয়েছেন হারশালি মালহোত্রা। সিনেমাটির পর বড় পর্দায় আর দেখা যায়নি তাকে।

তবে টিভিতে কিছু কাজ করেছেন। বর্তমানে নিজের লেখাপড়া নিয়েই ব্যস্ত হারশালি। তবে খুদে সেই অভিনেত্রী এখন সামাজিক মাধ্যমে খুবই সক্রিয়। প্রায়ই তার নাচের ভিডিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

- Advertisement -

এবার ঈদ উপলক্ষে এমন একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন, যা দেখে ভক্তরা প্রচুর ভালোবাসা জানাচ্ছেন অভিনেত্রীকে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে ভক্তদের অভিনন্দন জানিয়েছেন হারশালি মালহোত্রা। হারশালিকে দেখা গেছে একটি কালো রঙের আনারকলি এবং বেশ কিছু ঐতিহ্যবাহী গয়না পরিহিত। হারশালি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন।

যেখানে তাকে ‘চাঁদ নাজার আয়া’ গানে নাচতে দেখা গেছে এবং তারপর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতেও দেখা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles