18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বাকি মাত্র দু্ই মিনিটের জ্বালানি, বিমানের জরুরি অবতরণ

বাকি মাত্র দু্ই মিনিটের জ্বালানি, বিমানের জরুরি অবতরণ - the Bengali Times

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমান শনিবার দেশটির চণ্ডীগড়ে জরুরি অবতরণ করে। দিল্লিতে যাওয়ার কথা ছিল ওই বিমানের। খারাপ আবহাওয়ার কারণে বিমানটিকে চণ্ডীগড়ে নামাতে বাধ্য হন চালক। জরুরি অবতরণের পর বিমানের ভয়াবহ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন যাত্রীরা। বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে।

- Advertisement -

শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে অযোধ্যা বিমানবন্দর থেকে রওনা দেয় ইন্ডিগোর ৬ই২৭০২ বিমানটি। ৪টা ৩০ মিনিটে দিল্লিতে নামার কথা ছিল সেটির। ওই বিমানের এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মাত্র দু’মিনিটের জ্বালানি বাকি থাকতে তাদের চণ্ডীগড়ে নামানো হয়েছে। আর সামান্য দেরি হলেও বড়সড় বিপদ ঘটতে পারত। যাত্রী এবং বিমানকর্মীদের প্রাণ সংশয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল বলে দাবি করেছেন ওই যুবক।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুবক জানিয়েছেন, দিল্লিতে নামার ১৫ মিনিট আগে পাইলট এসে তাদের জানান, দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে বিমান নামানো যাচ্ছে না। বাকি আছে ৪৫ মিনিটের জ্বালানি। এর পর বিমানটিকে দু’বার দিল্লিতে অবতরণের চেষ্টা করা হয়। যাত্রীর অভিযোগ, দিল্লিতে বিমান নামানোর ব্যর্থ চেষ্টা করে সময় নষ্ট করেছেন পাইলট। পরে ওই বিমানটিকে নিকটবর্তী অন্য বিমানবন্দরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেয়া হয়। তাতেও বেশ খানিকটা সময় নষ্ট হয় বলে জানিয়েছেন ওই যাত্রী।

অভিযোগ, বিকেল সাড়ে ৫টা নাগাদ যাত্রীদের জানানো হয়, বিমানটিকে চণ্ডীগড়ে অবতরণ করানো হবে। খারাপ আবহাওয়ার ঘোষণার পর ইতিমধ্যে ৭৫ মিনিট অতিক্রান্ত হয়েছে। অথচ, তখন তাদের বলা হয়েছিল, মাত্র ৪৫ মিনিটের জ্বালানি বাকি। এর আরো ৪০ মিনিট পর বিমানটি চণ্ডীগড়ের মাটি ছোঁয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যাত্রী জানিয়েছেন, তত ক্ষণে যাত্রীদের অনেকে, এমনকি বিমানকর্মীরাও আতঙ্কে সিঁটিয়ে গিয়েছেন। কেউ কেউ ভয়ে বমি করতেও শুরু করেন বিমানের মধ্যে। অবশেষে ৬টা ১০ মিনিটে চণ্ডীগড়ে নামে বিমানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন যুবক। বিমান চালানোর যাবতীয় নিয়ম ঠিক ভাবে মানা হয়েছিল কি না, সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ইন্ডিগোর তরফে এখনও এই ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles