আমার বাপের কাছ থেকে যদি সব থেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি জিনিষ শিখে থাকি, সেটি হলো অশ্লীল ভাষা বা গালিগালাজ না করা। তিনি একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তার ৩০ বছর চাকরি জীবনে এবং তার পরবর্তী জীবনে আমি তার মুখ থেকে কখনো একটা গালি বা অশ্লীল ভাষা শুনি নাই বা দ্রুত রেগে যেতে দেখি নাই।
আমি নিজেও এগুলি avoid করি এবং মনের ভুলে যদিও বা বলে থাকি সাথে সাথে সেটি স্বীকার করে ক্ষমা চেয়ে নেই , কিন্তু তারপরেও আপনারা যদি কখনো এই ব্যাপারগুলি আমার মধ্যে দেখেন তাহলে Kindly আমাকে স্মরণ করিয়ে দিন। আমি তাতে হাজার হাজার টাকা দেওয়ার থেকে বেশি খুশি হবো।
বাপের ওই শিক্ষাটা পদে পদে কাজে লাগে এবং যে প্রফেশনে এখন চাকরি করছি তার জন্যেও এটি খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি আপনি আপনার সন্তানদের জন্য আর কিছু রেখে যেতে পারেন আর নাই পারেন অন্তত এমন কিছু জিনিশ তাদের মনে/অন্তরে প্রবেশ করিয়ে দিয়ে যান যা কি না তারা কোটি টাকা বা মেটেরিয়াল কোনো কিছুর বিনিময়ে অর্জন করতে পারবে না ।
আল্লাহ আমার এবং যাদের বাবা মা গত হয়েছেন তাদের সবাইকে জান্নাতবাসী করুন।