
আবারও আলোচনায় ভারতের দিল্লি মেট্রো। এবার হাতের ওপর হাত, ঠোঁটে ঠোঁট। ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে চুমু খেতে দেখা গেল এক যুগলকে। এমনিতে মেট্রোয় অদ্ভুত ঘটনার নজির নতুন নয়। সেই তালিকা আরও দীর্ঘ করল যুগলের চুম্বনের দৃশ্য। আর এই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, আনন্দ বিহার মেট্রো স্টেশনের কাছে এক যুগল ঘনিষ্টভাবে এক অপরকে চুম্বন করছিলেন। দৃশ্যটি ভিডিও করে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শেয়ার করেন একজন। আর তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা হয়তো ভুলে যাই ভালোবাসা অন্ধ, মানুষ নয়।’
কয়েকমাস আগেও অল্পবয়সী এক যুগলকে মেট্রোয় চুম্বন করতে দেখা যায়। সেটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বরাবরই এসব বিষয়ে কড়া পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তবে বিনা অনুমতিতে যুগলের ভিডিও প্রকাশ্যে আনা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।