18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কানাডায় বেকারত্বের হার বেড়েছে

কানাডায় বেকারত্বের হার বেড়েছে - the Bengali Times

যুক্তরাষ্ট্রের মতো কানাডায়ও বেড়ে চলেছে বেকারত্বের হার। সর্বশেষ মে মাসে দেশটিতে কাজ হারিয়েছে ৬৮ হাজার মানুষ। পরিসংখ্যান বলছে, সর্বশেষ সংখ্যা যোগ করলে বর্তমানে কানাডায় বেকারত্বের হার ৮ দশমিক ২ শতাংশ।

- Advertisement -

মে মাসে কানাডায় পূর্ণকালীন কর্মসংস্থান কমেছে ১৩ হাজার ৮০০ এবং খণ্ডকালীন কর্মসংস্থান কমেছে ৫৪ হাজার ২০০ মানুষের। শুক্রবার (৪ জুন) কানাডার পরিসংখ্যান বিভাগ এমব তথ্য জানিয়েছে।

কানাডার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী কিরণ বণিক শংকর বলেন, এখন জীবন রক্ষাই প্রধান কাজ। বেঁচে থাকলে কর্মসংস্থান আবার হবে। করোনাকালীন এই সময়ে তিনি জাস্টিন ট্রুডোর সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন।

এদিকে কানাডীয় বিএমও ক্যাপিটাল মার্কেটসের প্রধান অর্থনীতিবিদ ডগ পোর্টার বলেন, খণ্ডকালীন চাকরিজীবীরা বেশি কর্মচ্যুত হয়েছেন। স্থায়ী কর্মজীবীদের কর্ম হারানোর হার তুলনামূলক কম। এটি আশাব্যঞ্জক ব্যাপার।

- Advertisement -

Related Articles

Latest Articles