9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কাকে ভোট দিবেন?

কাকে ভোট দিবেন? - the Bengali Times

এক সময় দেশের স্হানীয় সরকার পরিষদ নির্বাচন এলেই কাকে ভোট দিবেন এরকম পাঁচ ছয়টি পয়েন্ট লিখে ভোটারদের উদ্দেশ্যে পাঁচ ছয় হাজার লিফলেট ছেড়ে দিতাম। বিশেষ করে নমিনেশন পেপার জমা দেবার দিনে যখন প্রার্থীরা হাজার হাজার লোক নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসতেন তখনই এই লিফলেট গুলো বিলি করিয়ে দিতাম। এখন ফেসবুকের যুগে ডিজিটালি কাজটা করা সম্ভব।

- Advertisement -

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাকে ভোট দিবেনঃ

১। সৎ ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে ভোট দিন
২। যে প্রার্থী নির্বাচন কমিশন ঘোষিত নির্দিষ্ট পরিমান অর্থের চেয়ে বেশী ব্যয় না করবেন তাকে ভোট দিন
৩। টাকা দিয়ে ভোট ক্রয়ের প্রলোভন না দেয়া প্রার্থীকে ভোট দিন
৩। যে প্রার্থী বা প্রার্থীর আত্মীয় স্বজন নামে বা বেনামে উপজেলার ঠিকাদারী কাজে অংশ না নিবেন তাকে ভোট দিন

৪। মদ, জুয়া, তথা মাদক গ্রহণ বা মাদক ব্যবসা থেকে দুরে থাকা, পতিতালয় থেকে দুরে থাকা ব্যক্তিকে ভোট দিন
৫। দল নিরপেক্ষভাবে যিনি এলাকার উন্নয়ন করেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পক্ষপাতিত্ব করেন না এরকম শিক্ষা বান্ধব প্রার্থীকে ভোট দিন

৬। যিনি নিজে ঘুষ খান না এবং অন্যের ঘুষ খাওয়াকে প্রতিহত করেন বা করার দৃশ্যমান উদ্যোগ নেন তাকে ভোট দিন

৭। নদী ভাঙন রোধ করতে এবং এলাকার উন্নয়ন করতে যিনি শুধু এমপিদের মুখের দিকে তাকিয়ে না থেকে সরকারী উচ্চমহলে তদবীর করার ক্ষমতা রাখেন তাকে ভোট দিন

- Advertisement -

Related Articles

Latest Articles