
পরিকল্পিত এক ফেডারেল প্রকল্পের আওতায় ভ্রমণকারীরা স্মার্টফোনের মাধ্যমে তাদের পরিচয় তুলে ধরতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) বলেছে, উদ্যোগটি ভ্রমণকারীদের দ্রুত ও বাধাহীন ভ্রমণের অভিজ্ঞতা দেবে।
সম্ভাব্য ভেন্ডরের কাছে এ ব্যাপারে কারিগরি সমাধান চেয়ে সম্প্রতি নোটিশ জারি করেছে ফেডারেল সরকার। এতে ব্যয় হবে সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ ডলার। সিস্টেমটি ভ্রমণকারীর পাসপোর্টের ছবির সঙ্গে মোবাইল ডিভাইসের মাধ্যমে তোলা সেলফির মিল আছে কিনা তা যাচাই করে দেখবে।
পরীক্ষামূলক প্রকল্পটি এখনো দুই থেকে চার বছর দূরে রয়েছে। কিন্তু অটোয়াভিত্তিক সিভিল লিবার্টিজ কোয়ালিশন এরই মধ্যে ব্যক্তিগত গোপনীয় ও জবাবদিহিতা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।
বর্ডার এজেন্সি বলেছে, এটা ভ্রমণকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি তাদের তথ্য সবসময়ের জন্য সুরক্ষিত রাখবে।