17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রাত্রিবেলা শুতে পারলে আরও মজা লাগে: রচনা ব্যানার্জি

রাত্রিবেলা শুতে পারলে আরও মজা লাগে: রচনা ব্যানার্জি - the Bengali Times
রচনা ব্যানার্জি

নির্বাচনী প্রচারে গিয়ে ট্রেনভ্রমণ নিয়ে স্মৃতিকাতর হয়ে গেলেন টলিউড অভিনেত্রী ও ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হুগলিতে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রচনা ব্যানার্জি। তিনি জানান, রাতে ট্রেনে শুতে পারলে বেশি মজা লাগে। আজ শনিবার সকালে হুগলির ব্যান্ডেল রেলস্টেশনে নির্বাচনী প্রচারে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন টলিউড অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আজ সকাল সকাল হলুদ শাড়ি পরে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে যান রচনা। সেখানে পৌঁছে নির্বাচনী প্রচার শুরু করেন। ট্রেনের বিভিন্ন কামরায় গিয়ে যাত্রীদের সঙ্গে দেখা করেন। মেটান তাদের সেলফির আবদার।

- Advertisement -

রেলস্টেশনে প্রচারের কারণ হিসেবে সাংবাদিকদের রচনা বলেন, ‘প্রায় ৪০-৪৫ দিন হয়ে গেল কাজ করছি। সব সময় তো পথে ঘুরছি, ইচ্ছা ছিল একটু ট্রেনের যাত্রীদের সঙ্গে দেখা করি। আমি যখন প্রচারে যাই, যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান, কাজ করতে যান, তারা সব সময় আমার সভায় বা রোড শোতে আসতে পারেন না। আমার ইচ্ছা ছিল সবার কাছে পৌঁছানোর। তাই জন্য ভাবলাম আজ ট্রেন সফর করব। যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি।’

তিনি বলেন, ‘চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার। এটা আমার ইচ্ছে ছিল, তাই করলাম।’

ট্রেনেরন ভেন্ডারদের কামরাতেও গিয়েছিলেন রচনা। বহুদিন পরে টিকিট পেয়ে উচ্ছ্বসিত ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী। তিনি বলেন, ‘হাতে টিকিট কত দিন পরে দেখলাম। আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে। আমি খুব ভালোবাসি। ট্রেনযাত্রা আমার খুব প্রিয়যাত্রা। রাত্রিবেলা শুতে পারলে আরও বেশি মজা লাগে।’

রচনার মতে লোকসভা নির্বাচনে হুগলি জেলা ‘হট সিট’। তাই সবাই এখানে এসে প্রচার করছেন। জেতার পর অনেক কিছু করার আশ্বাসও দেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles