16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিমানযাত্রীদের গয়না চুরি করে জুয়া খেলেন যুবক!

বিমানযাত্রীদের গয়না চুরি করে জুয়া খেলেন যুবক! - the Bengali Times
প্রতীকী ছবি

প্লেনে সহযাত্রীর হ্যান্ডব্যাগ হাতড়ে লাখ লাখ টাকার গয়না নিয়ে উধাও হতেন তিনি। একবার, দুবার নয়, প্রায় ২০০ বার প্লেনে ভ্রমণ করেছেন ভারতীয় যুবক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর একজনকেও ধরেছে পুলিশ। চোরাই পণ্য বেচাকেনার অভিযোগ তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নাম রাজেশ কাপুর। বিমানযাত্রার মাঝেই চুরির কাণ্ড ঘটাতেন তিনি।

- Advertisement -

পুলিশের ডেপুটি কমিশনার (আইজিআই) উষা রঙ্গানানি বলেছেন, গত তিন মাসে আমরা প্লেনে দুটি চুরির অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে মনে হয়েছিল, দুটি চুরির ঘটনা পৃথক হরেও এর নেপথ্যে একজনই রয়েছেন। আমরা একটা বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করি। পরে পাহাড়গঞ্জ থেকে রাজেশকে গ্রেপ্তার করেছি। তার বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, গত ১১ এপ্রিল হায়দরাবাদ থেকে দিল্লিগামী বিমানে এক যাত্রীর সাত লাখ রুপির গয়না চুরি হয়। অন্য ঘটনাটি ২ ফেব্রুয়ারির। অমৃতসর থেকে দিল্লিগামী প্লেনে সে বার চুরির ঘটনাটি ঘটেছিল। এক যাত্রীর ২০ লাখ টাকার গয়না চুরি যায়। তদন্তে নেমে পুলিশ ওই দুই প্লেনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে। সেখানেই দেখা যায় দুটি ফ্লাইটেই যাত্রী তালিকায় রয়েছে রাজেশের নাম।

পরে এয়ারলাইন্স থেকে রাজেশের ফোন নম্বর সংগ্রহ করা হয়। কিন্তু সেই নম্বর ভুয়া বলে জানতে পারে পুলিশ। তবে পরে রাজেশের আসল নম্বর পাওয়া যায়। তারপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারী অফিসাররা। পুলিশি জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেন রাজেশ। তিনি পুলিশকে জানিয়েছেন, চুরির গয়না বিক্রি করে যে টাকা পেয়েছেন, তা অনলাইন জুয়া খেলায় ব্যয় করছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles