16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মাথা টিপে দিতে দেরি করায় স্ত্রীকে খুন!

মাথা টিপে দিতে দেরি করায় স্ত্রীকে খুন! - the Bengali Times
প্রতীকী ছবি

মাথা টিপে দিতে দেরি করায় সন্তানদের সামনেই ইট দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত সোমবার ভারতের নয়ডার ছাজারসি গ্রামে এ ঘটনা ঘটে। এরিমধ্যে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর আনন্দবাজারের।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম প্রতিভা গিরি ওরফে রেনু। অভিযুক্ত স্বামীর নাম হরেন্দ্র গিরি। তাঁরা উত্তরপ্রদেশের ফৈজাবাদের বাসিন্দা। কয়েক দিন আগেই কাজের সূত্রে স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে নয়ডায় এসেছিলেন হরেন্দ্র। সেখানে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা।

- Advertisement -

জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ওই দম্পতির মধ্যে অশান্তি লেগে থাকত। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন হরেন্দ্র। বাড়িতে এসে স্ত্রী প্রতিভাকে মাথা টিপে দিতে বলেন। সেই সময় রান্না করছিলেন প্রতিভা। তাই স্বামীকে অপেক্ষা করতে বলেন। সেই সময়ই ঘরে রাখা একটি ইট তুলে স্ত্রীর উপর চড়াও হন হরেন্দ্র। প্রতিভার চিৎকারে প্রতিবেশীরা ছুটে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। এরপর স্থানীয়েরা প্রতিভাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন

পুলিশ জানিয়েছে, প্রতিভার মাথায় গুরুতর চোট লাগার কারণে তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles