
রোবোকল দমনের লক্ষ্যে নতুন প্রযুক্তি বাস্তবায়নে এ মাসের শেষ পর্যন্ত সময় পাচ্ছে কানাডিয়ান টেলিকম কোম্পানিগুলো। তবে তাকে অবশ্যই কারিগরী মানদন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যাতে করে টেলিকম প্রোভাইডাররা কলারের পরিচয় বৈধকরণে সমর্থ হয়।
সিআরটিসির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রযুক্তি বাস্তবায়নে টেলিকম প্রোভাইডারদের ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই নেটওয়ার্ক উন্নত করতে হবে। কানাডার মধ্যে করা মোট কলের ২৫ শতাংশের বেশি রোবোকল। অবৈধ রোবোকল ও ভুয়া কলার আইডি বন্ধ করা তাদের অন্যতম অগ্রাধিকার।
যেসব অপারেটর মানদ-টি বাস্তবায়ন করবে তারা ইন্টারনেট প্রোটোকলভিত্তিক ভয়েস কলের ক্ষেত্রে কলার আইডির তথ্য যাচাইয়ে সমর্থ হবে। সিআরটিসি বলছে, এর ফলে কোন কলটি বৈধ ও সাড়া দেওয়ার যোগ্য এবং কোনটির ব্যাপারে সতর্ক হওয়া দরকার কানাডিয়ানরা তা নির্ধারণে সক্ষম হবেন।