
জনপ্রিয়তার নেশায় রিলমুখী যুবসমাজ। রিলপ্রেমীদের দাপটে সবচেয়ে বেশি ভুক্তভোগী ভারতের দিল্লির মেট্রো। যাত্রীদের অস্বস্তিতে ফেলে মেট্রোয় এমন কাণ্ডে আগেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। কিন্তু এতেও পরিস্থিতি বদলায়নি। আবারও একই ঘটনা দেখা গেল মেট্রোতে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুটি ভিডিওতে দেখা যায়, ভিড়ে ঠাসা মেট্রোয় নাচছেন শর্ট টপ আর হাই স্লিট স্কার্ট পরিহিতা তরুণী। তিনি কামরার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছেন। কখনো মেট্রোর পোল ধরে নাচছেন। আবার নাচতে নাচতে শুয়ে পড়ছেন মেট্রোর মেঝেতে। ভিডিও দুটিতে যথাক্রমে হিন্দি ও ভোজপুরি গান যুক্ত করা হয়েছে।
এদিকে তরুণীর এমন নাচের ভিডিও ভাইরাল হতেই তার শাস্তি চেয়েছেন নেটিজেনরা। এমনকি ভিডিওতে দিল্লি পুলিশকে ট্যাগ করে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
ভিডিও শেয়ার করে এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, ‘এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না।’ কেউ আবার এ ঘটনায় রাজনীতি খুঁজে পেয়েছেন। লিখেছেন, ‘কেজরিওয়ালের দৌলতে সবই ফ্রি।’