
ভালো লোকদের উদ্দেশ্য করে পরিচালিত ট্যাক্সি প্রতারণা বাড়তে থাকায় নাগরিকদের এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে টরন্টো পুলিশ। বুধবার পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, গত মাস থেকে নগরীর ওয়েস্ট এন্ডে ট্যাক্সি প্রতারণার ঘটনা বেড়ে গেছে। এর সপ্তাহখানেক আগে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পুলিশ। সেখানেও সরল ব্যক্তিদের উদ্দেশ্য করে স্কারবোরোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্যাক্সি প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ার কথা বলা হয়েছিল।
পুলিশ বলছে, এ ধরণের প্রতারণায় যানবাহনবহুল এলাকায় পার্কিং করা ট্যাক্সির মতো বাহন ব্যবহার করা হয় এবং সেখানে দুজন ব্যক্তির একজন চালক ও আরেকজন গ্রাহক সেজে প্রতারণায় অংশ নেয়। কোভিড-১৯ এর কথা বলে ভুয়া চালক সাজানো গ্রাহকের কাছ থেকে নগদ অর্থ নিতে অস্বীকৃতি জানায়। সন্দেহভাজন এরপর কোনো সহৃদয় ব্যক্তিকে নগদ অর্থের বিনিময়ে তাদের ডেবিট কার্ডের মাধ্যমে ট্যাক্সি ভাড়া পরিশোধের অনুরোধ করে। এরপর ভুক্তভোগীদের কেউ কেউ পরিমার্জিত মেশিনে ডেবিট কার্ডের পিন প্রেস করেন এবং সেখানে কার্ডের সব তথ্য সংরক্ষিত হয়। লেনদেন শেষ হলে ভুক্তভোগীদের আগের কার্ডের আদলে আরেকটি কার্ড দেওয়া হয়। সরল বিশ^াসের ওই ব্যক্তির আসল ডেবিট কার্ড ও পিন দিয়ে সন্দেহভাজন ব্যক্তিরা অর্থ উত্তোলন ও কেনাকাটা করে।
টরন্টো পুুলিশ বলছে, গ্রেটার টরন্টো এরিয়াতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ডেবিট কার্ড চুরি ও ট্যাক্সির রেপ্লিকা যানবাহনের বিষয়টি তদন্ত করে দেখছে। ট্যাক্সি প্রতারণার ঘটনায় গত বছর ৩৫টি অভিযোগ দায়ের করা হয়েছিল।
এ ধরনের ঘটনা এড়াতে বেশ কিছু বিষয়ে নাগরিকদের সতর্ক করে দিয়েছে পুলিশ। এর মধ্যে আছে, এ ধরনের প্রতারণার ব্যাপারে সতর্ক থাকা, কার্ড নিজের কাছে রাখা, নিজের কার্ড অন্য কাউকে না দেওয়া এবং কার্ড থাকা অবস্থায় পস মেশিন ফেরত না দেওয়া, প্রতিটি লেনদেন শেষে কার্ডটি ঠিকমতো দেখে নেওয়া এবং এটি যে আপনারই কার্ড সে ব্যাপারে নিশ্চিত হওয়া, পিন নাম্বার দেওয়ার সময় তা আপনার আঙুল দিয়ে ঢেকে রাখা।
এ ধরনের প্রতারণার ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশের বা ক্রাইম স্টপারদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।