ভুলে যাওয়া খুব ভালো –
মনে রেখে কি লাভ?
ভুলে গেলে কষ্ট থাকে না দুঃখ থাকে না।
শান্তি পেতে হলে ভুলে যাওয়া সর্ব শ্রষ্ঠ ।
স্মরণ শক্তি লোপ পাওয়া মানুষ ?
আনেক শান্তি তার কিচ্ছু মনে নেই।
সব স্মৃতি ধুসর তার কাছে।
ভুলে যেতে পারছো না?
কেন? তোমার মনটা কি বেশী কোমল ?
নাকি স্মরণ শক্তি অনেক প্রখর?
আমিও ভুলে যেতে চাই সবকিছু-
প্রেম, ভালোবাসা , দুঃখ , বেদনা-
কি লাভ মনে রেখে?
কিছুতো আর ফিরে আসে না ।
তবুও ভুলে যেতে পারিনা তাই –
তাই আমার অনেক দুঃখ, অনেক কষ্ট।
এবং আমার স্মরণ শক্তি- অনেক অনেক প্রখর ।
আমি কিছু ভূলে যাই না , ভুলতে পারি না ।
তাই আমার দুঃখ গুলোও অনেক প্রখর ।
আমার এক বন্ধু একটি উপহারের উপরে লিখেছিলো-
“ মনে রবে কিনা রবে আমারে “
তার এই লেখায়, আমার চোখ জলে ভিজে গিয়েছিলো ।
আমি আজো তাকে ভুলি নি,
কিন্তু সে আমাকে ভুলে গেছে।
তাই ভুলে যাওয়াটাই খুব ভালো, খুব শান্তি ।