মাঝে মধ্যেই আমাকে অনেকেই বিভিন্ন ধর্মবিষয়ক Scholarদের ওয়াজ, বা কোনো মনীষীর কোনো উক্তি বা বাণীর লিংক পাঠান ! ওগুলি ভালো কথাবার্তা কিন্তু ওগুলি শুনে যখন যারা পাঠাচ্ছেন বা এমনকি যারা তাদের FB পেইজে পোস্ট করে রেখেছেন তাদের আচরণের দিকে লক্ষ করা যায় তখন দেখা যায়, Unfortunately তাদের ৮০% এর বেশিই ওগুলি নিজে মানেন না বা অনুসরণ করেন না। আমার প্রশ্ন, তাহলে কোন অর্থে উনারা এইসব প্রতিনিয়ত প্রচার বা ফরওয়ার্ড করে যাচ্ছেন !!!
নাকি যত বেশি লোককে দেওয়া যাবে তাতো বেশি সোয়াব এবং নিজের কিসু না মানলেও সাতখুন মাফ !!!!
আমি নিজে যে এমন কিছু কাউকে পাঠাইনা বা আমার পেইজে পোস্ট করি না তা ঠিক না। আমিও দেই তবে আমি সেগুলিই দেই যেগুলি আমি অনুসরণ করতে পেরেছি এবং অনুসরণ করে আমার কাজে লেগেছে, কিন্তু আমি নিজে অনুসরণ করিনি বা করতে পারিনাই এমন কিছু আমি কাউকে পাঠাই না বা আমার পেইজে পোস্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করি।