17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

অন্য নারীর সঙ্গে স্বামীকে অন্তরঙ্গ অবস্থায় ধরলেন স্ত্রী

অন্য নারীর সঙ্গে স্বামীকে অন্তরঙ্গ অবস্থায় ধরলেন স্ত্রী - the Bengali Times

ছবি সংগৃহীত

২০১৭ সালে মিস বিশাখাপত্তনম বিজয়ী অভিনেত্রী নক্ষত্রর সঙ্গে বিয়ে করেন তেজা নামে এক ব্যক্তি। যিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত।

২০১৩ সালে এক সিনেমার কাজেই তেজার সঙ্গে দেখা হয় নক্ষত্রর। তারপর প্রেম ও বিয়ে। ভালোই কাটছিল সংসার। কিন্তু নক্ষত্র বুঝতে পারেন, তার স্বামী পরকীয়ায় যুক্ত। সন্দেহের ফলেই ধীরে ধীরে প্রমাণ খোঁজা শুরু করেন নক্ষত্র। উপযুক্ত প্রমাণ হাতে পেয়েই স্বামীর কীর্তি ফাঁস করার সিদ্ধান্ত নিয়ে নেন তিনি।

- Advertisement -

একদিন নক্ষত্র জানতে পারেন, তার স্বামী এক ফাঁকা ফ্ল্যাটে অন্য মহিলার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন। তখনই সাংবাদিকদের সঙ্গে নিয়েই সেই ফ্ল্যাটে পৌঁছান নক্ষত্র। একেবারে হাতেনাতে ধরে নেন স্বামীকে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই শুরু হয় তুমুল ঝগড়া। পুলিশের কাছে অভিযোগও জমা করেছেন নক্ষত্র। তবে হাতেনাতে ধরলেও তেজা সব অভিযোগ অস্বীকার করেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles