11.8 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

শাকিবের সঙ্গে জুটি নাজিফা তুষি, নায়িকা বললেন ‘ভুয়া’

শাকিবের সঙ্গে জুটি নাজিফা তুষি, নায়িকা বললেন ‘ভুয়া’
ছবি নায়িকা নাজিফা তুষি সংগৃহীত

প্রিয়তমা, রাজকুমার এর পর প্রযোজক আরশাদ আদনান নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। শুধু তাই নয়, খবর রটেছে পরিচালনায়ও নামছেন তিনি।

শাকিব খানের সঙ্গে নতুন সিনেমা করতে যাচ্ছেন এই প্রযোজক। আর সেই সিনেমার নায়িকা হচ্ছেন ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষি। এমন খবরই ছড়িয়েছে চিত্রপাড়ায়। তবে খবরটিকে ভুয়া বললেন নায়িকা।

- Advertisement -

নাজিফা তুষি বলেন, ‘এটা সত্যি নয়, গুজব। জানিনা কারা এসব ছড়ায়। আমার সঙ্গে এই বিষয়ে কারও কোনো কথা হয়নি।’

তিনি আরও বলেন, আমার নতুন কাজের খবর আসবে শিগগিরই তবে সেটা এই সিনেমা নয়।

এদিকে ‘তুফান’ সিনেমার শুটিং শেষ করে কিছুদিন আগেই দেশে ফিরেছেন শাকিব খান। অন্যদিকে নাজিফা তুষি ইতিমধ্যে নতুন একটি কাজ শেষ করেছেন যা শিগগিরই জানাবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles