6.3 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

জীবন যেন একটি নদী

জীবন যেন একটি নদী - the Bengali Times

জীবন যেন একটি নদীর নাম। কখনো খরস্রোতা , কখনো শান্ত, কখনো উচ্ছল আবার কখনো নিজের চলার পথ ঘুরিয়ে নেয়। কখনো নদী তার বুকে স্থান দেয় চড়কে ।

- Advertisement -

মানুষের জীবনটাও তাই। রোদে ভরা ঝলমল উজ্জ্বল দিনে আকর্ষিক ভাবে সূর্য ডুব দিয়ে ঘন অন্ধকারকে স্থান করে দেয় ।তখন মনে হয় কোথাও যেন কেউ নেই বড্ড একা মনে হয় তার নিজেকে। বড় আসহায় লাগে । তখন তার একমাত্র মনে হয় কি ভাবে বেড়িয়ে আসবো এই অন্ধকার থেকে।

তার হাতে কিছু করার থাকে না। তখন একমাত্র ভরসা হয় সৃষ্টি কর্তা । দুহাত তুলে ঈশ্বরয়ের কাছে প্রার্থনা , হে ঈশ্বর আমাকে অন্ধকার মুক্ত করো । শান্তি এনে দাও আমার মনে।

এটাই হয়তো মানব জীবন।

- Advertisement -

Related Articles

Latest Articles