13.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ব্যাংক অব কানাডার সুদের হার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার পালা

ব্যাংক অব কানাডার সুদের হার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার পালা
ব্যাংক অব কানাডার পরবর্তী সুদের হার সংক্রান্ত ঘোষণা দৃষ্টিসীমার মধ্যে চলে এসেছে

ব্যাংক অব কানাডার পরবর্তী সুদের হার সংক্রান্ত ঘোষণা দৃষ্টিসীমার মধ্যে চলে এসেছে এবং টরেন্টার বাসিন্দাদের মধ্যে যারা মর্টগেজ নবায়ন করবেন তাদের চোখ এখন সেদিকেই।

গত এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংক নীতিনির্ধারণী সুদের হার ৫ শতাংশে অপরিবর্তিত রাখারা সিদ্ধান্ত নেয় এবং ব্যাংক অব কানাডা আগামী সপ্তাহে সুদের হার কর্তনের ঘোষণা দেবে কিনা তা নিয়ে পূর্ভাবাসদাতারা এখনো বিভক্ত।

- Advertisement -

কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন সম্প্রতি উল্লেখ করেছে যে, পরিবারগুলোর ঋণের ৭৫ শতাংশই মর্টগেজ। সিএমএইচসির নতুন সমীক্ষা বলছে, তাদের মর্টগেজের কিস্তি পরিশোধ করতে পারবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন এক-চতুর্থাংশ উত্তরদাতা।

কোভিড-১৯ মহামারির প্রথম দুই বছরে ঐতিহাসিক স্বল্প সুদের হারের সুবিধা নিয়েছিলেন যারা তাদের কাছে সুদের হার বৃদ্ধির অর্থ হলো নবায়নের সময় লক্ষ্যণীয় মাত্রায় মাসিক কিস্তি পরিশোধ।

- Advertisement -

Related Articles

Latest Articles