2.6 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

বেনজীরের খামারবাড়ির কোটি টাকার গরু উধাও

বেনজীরের খামারবাড়ির কোটি টাকার গরু উধাও
দুটি ট্রাকে খামারে থাকা ৩০টিরও বেশি গরু সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে

বান্দরবানে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তির খোঁজে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল পৌঁছার আগেই তার খামারবাড়ি থেকে উধাও হয়ে গেছে কোটি টাকার গরু।

বুধবার (৫ জুন) রাতের আঁধারে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার বেনজীরের খামারবাড়ি থেকে অন্তত ৩০টি গরু সরিয়ে নেওয়া হয়েছে।

- Advertisement -

স্থানীয়রা জানান, দুটি ট্রাকে খামারে থাকা ৩০টিরও বেশি গরু সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বান্দরবান জেলা সেচ্ছাসেববক লীগের সভাপতি মং ওয়াইচিং মারমা গরুগুলো সেখান থেকে সরিয়ে নেন বলে তারা জানান।

তবে মং ওয়াইচিং মারমা জানান, গরুর খামারটি তার নিজের। সে কারণেই গরুগুলো তিনি সেখান থেকে নিয়ে গেছেন।

এদিকে, বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, চিঠি দেওয়ার পর বান্দরবানে থাকা বেনজীরের সম্পত্তির হিসাব ইতোমধ্যে দুদকে পাঠানো হয়েছে। পরবর্তীতে সম্পত্তির আরও খোঁজ পাওয়া গেলে সেটিও জানানো হবে বলে।

- Advertisement -

Related Articles

Latest Articles