7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

উল্টো ব্লাউজ পরে ট্রোলড আলিয়া ভাট!

উল্টো ব্লাউজ পরে ট্রোলড আলিয়া ভাট! - the Bengali Times

বলিউডে এখন বিয়ের মৌসুম চলছে। ভিকি কৌশল আর ক্যাটরিনার বিয়ে নিয়ে চর্চার শেষ নেই, বিয়ের পর্ব সেরেছেন রাজকুমার রাও-পত্রলেখা, শ্রদ্ধা আর্যরা। এর মাঝেই আজ রবিবার (২১ নভেম্বর) বিয়ের পিঁড়িতে বসছেন আদিত্য শীল ও অনুষ্কা রঞ্জন। শনিবার ছিল তাঁদের সংগীতের অনুষ্ঠান। সেখানে চর্চার বিষয় হয়ে দাঁড়াল আলিয়ার লুক।

- Advertisement -

অনুষ্কা রঞ্জনের বিয়ের অন্যতম আকর্ষন আলিয়া। অভিনেত্রীর ছোট বোন আকাঙ্খা রঞ্জনের বেস্ট ফ্রেন্ড আলিয়া। বন্ধুর দিদির প্রাক বিয়ের অনুষ্ঠানে আলিয়ার সাজ দেখে হতবাক সকলে! অনুষ্কা-আদিত্যর সংগীর সেরেমানিতে বেবি পিঙ্ক আর নিয়ন সবুজ লেহেঙ্গায় ধরা দিলেন আলিয়া। তবে সব কিছুকে ছাপিয়ে গেল তাঁর ব্লাউজের ডিজাইন।

আলিয়ার এই দেশি লুক দেখে চোখ কপালে নেটিজেনদের। নীতি পুলিশদের কড়া সমালোচনার মুখে পড়লেন রণবীরের হবু স্ত্রী। কেউ লিখলেন, ‘উরফির থেকে অনুপ্রেরণা নিচ্ছে’, আবার কারুর মতে ‘বেচারি তাড়াহুড়োর চোটে উলটো ব্লাউজ পরে নিয়েছে’।

অনেকেই আলিয়ার এই পোশাকে ‘ফ্যাশন ডিজাস্টার’ বলে উল্লেখ করেন। আপনার মত কী? আলিয়া কি সত্যি একটু বেশি খোলামেলা পোশাক পরে ফেলেছেন বন্ধুর দিদির সংগীতের অনুষ্ঠানে?

সূত্র-হিন্দুস্তান টাইমস।

- Advertisement -

Related Articles

Latest Articles