
কানাডায় একজন নবাগত পোষ্ট দিয়েছেন তার চলার মত কোন টাকা নেই, দেশে পরিবার পরিজন রেখে এসেছেন। খুবই করুণ আবেদন।
তার চেয়েও করুণ আবেদন করেছেন একজন সেই একই পোষ্টের কমেন্টে। তিনি বলছেন তার খাবারের চাউল কিনতেই হিমশিম খেতে হচ্ছে। প্রথমজন যে কোন ধরনের কাজ করার জন্যে আকুতি জানাচ্ছেন। দ্বিতীয়জন যে কোন সাহায্যের জন্যে অসহায় আর্তনাদ করছেন।
একই পোষ্টে আরো কয়েকজন কাজের জন্যে হেল্প চাইছেন! এরকম পোষ্ট প্রতিদিন দেখছি। গতকাল একজন লিখেছেন, ড্যানফোর্থে ফুড ব্যাংকে বাঙালীদের দীর্ঘ লাইন দেখে আশ্চর্য হয়েছেন কেননা এরকম দৃশ্য আগে কখনো দেখা যায় নি।
আগে অনেকেই সরকারের সোস্যাল এসিসট্যান্স নিতেন কিন্তু ফুড ব্যাংকে যেতেন না।
সেইজন্যেই বলি প্রতারক আদম ব্যবসায়ী, ভিসা ব্যবসায়ীদের খপ্পরে পড়ে ঘটি বাটি কম্বল বিক্রি করে, এমনকি অনেকে দেশে ভাল অবস্হায় থাকা সত্তেও কানাডায় এসে এরকম অসহায় অবস্হায় পড়ছেন যা কারো কাছেই কাম্য নয়।
দয়া করে আদম ব্যবসায়ী, ভিসা ব্যবসায়ীদের কাছে নিজের সর্বস্ব খুঁইয়ে দেবার আগে ভাল করে খোঁজ নিন। দেশে কিছু করার থাকলে বিদেশে এসে এরকম অসম্মানজনক অবস্হায় পড়ে বিব্রত হবেন না। নীচের কমেন্ট বক্সে দুজন নবাগতদের পোষ্ট শেয়ার করলাম। যারা পারবেন তারা অবশ্যই হেল্প করবেন কিন্তু নুতন করে কানাডায় আসার আগে দশবার চিন্তা করবেন।