0.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

সন্তানকে কচুরিপানায় ফেলে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা

সন্তানকে কচুরিপানায় ফেলে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা
বাবার কোলে শিশু সাবরিন

বাবার কোলে অপলক দৃষ্টিতে চারদিকে তাকিয়ে আছে ছয় মাসের ছোট্ট শিশু সাবরিন। সে হয়তো জানে না তার মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ছোট্ট মেয়েকে নিয়ে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মারা যান রাইতি খান (২৫)।

বরগুনার আমতলীতে বৌভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ছিলেন রাইতি খান।

- Advertisement -

শনিবার (২২ জুন) দুপুরে আমতলী উপজেলার ৫নং চাওড়া ইউনিয়ন এবং ৪নং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

বৌভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯বৌভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯
জানা যায়, শিশু সাবরিনের মা মাইক্রোবাসে ছিলেন। সেতু ভেঙে মাইক্রোবাসটি যখন খালের মধ্যে ডুবে যাচ্ছিল তখন মা রাইতি খান তার কোল থাকা শিশু সাবরিনকে কচুরিপানার মধ্যে ফেলে দেন। পেছনের অটোতে ছিলেন শিশু সাবরিনের বাবা। তিনিও পানিতে ডুবে যাচ্ছিলেন। কোনোভাবে সাঁতরে ওপরে উঠে আসতেই তার চোখ পড়ে কচুরিপানার ওপর। পরে তিনি নিজ সন্তানকে উদ্ধার করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles