
টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যেন খোলা বইয়ের মতো। তার মুখে কোনো কিছু আটকায় না। অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা দেখলেই তা বুঝা যায়। আলোচিত এই অভিনেত্রীর একমাত্র মেয়ে অন্বেষা- এখন আর ছোট নেই। কিছুদিন আগে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে অন্বেষা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তার প্রেমিকের নাম শ্লোক চন্দন। শ্লোক কলকাতারই ছেলে। এবার তিনি জানালেন নিজের মেয়ের সঙ্গেও সম্পর্কটা এরকম। মেয়ে কখন কার সঙ্গে ডেটে যান সে খবরও জানেন স্বস্তিকা। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মেয়ের বিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ‘আমি তো ওকে রোজ বলি, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা কী ভাববে, তা ভেবে যেন কিছু লুকিয়ে না যায়। সমস্যা হলে দু’জনে মিলে তার সমাধান খোঁজার চেষ্টা করব। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভালো। ও কবে কার সঙ্গে ডেটে গিয়েছে, সেটাও আমি জানি। সন্তানকে এই কমফোর্ট জোনটা বাবা-মায়েদেরই দিতে হবে।’
অন্বেষার পড়াশোনা শেষ হয়েছে, মা হিসেবে ওকে নিয়ে আপনার কখনো র্যাগিংয়ের ভয় কাজ করেছে? জবাবে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘ও আপাতত এক বছর চাকরি করবে। তারপর পিএইচডির পড়াশোনা শুরু করবে। ঈশ্বরের আশীর্বাদে ওকে কখনো এ রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। কিন্তু আমি তো একজন মা। তাই সব সময় একটা চিন্তা লেগেই থাকে।’
১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।