
ভারতের সাবেক ক্রিকেটার ও দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের প্রাণনাশের হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের কাশ্মীর শাখা। এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন গম্ভীর। খবর আনন্দবাজারের। প্রাণনাশের হুমকি পাওয়ার পরই গম্ভীরের বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) শ্বেতা চৌহান।
ভারতে নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল সমগ্র ভারত। বিজেপি সরকারের প্রবর্তিত এই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার ভারতীয় নাগরিক। আন্দোলনের মধ্যে এবার হত্যার হুমকি পেলেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিক গৌতম গম্ভীর।
গতমাসের ১২ তারিখ থেকে কার্যকর ভারতের নতুন এই আইনের কারণে সারাদেশ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। ভারতের অনেক নেতার মতোই এই আন্দোলনের নিন্দা করেন গম্ভীর। পুলিশের ওপর বিক্ষুব্ধ জনতার হামলার তীব্র নিন্দা করে টুইট করেন তিনি।
কিন্তু ঘটনা রাতারাতিই ভয়াবহ মোড় নিয়েছে। একের পর এক মৃত্যু হুমকি পাচ্ছেন গম্ভীর। ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া গৌতম গম্ভীর মৃত্যুর হুমকির বিষয়ে পুলিশের কাছে এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দায়ের করেছেন করেছেন এবং নিজের ও পরিবারের জন্য অধিক নিরাপত্তার আবেদন করেছেন।
শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার বরাবর লেখা চিঠিতে গম্ভীর উল্লেখ করেছেন, একটি আন্তর্জাতিক নম্বর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা মৃত্যুর হুমকি পাচ্ছি। এ বিষয়ে এফআইআর নথিভুক্ত করতঃ আমার ও আমার পরিবারের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি।
দু’বার বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার গত বছর ক্রিকেট থেকে অবসর নেন। ভারতের হয়ে সর্বশেষ ২০১৬ সালে ওয়ানডে খেলেন তিনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ারে ৫৮ টেস্টে ৪১৫৪, ১৪৭ ওয়ানডেতে ৫২৩৮ ও ৩৭ টি-টোয়েন্টিতে ৯৩২ রান করেন গৌতম গম্ভীর।