5 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

জন্মদিনে মেরিল স্ট্রিপ জানলেন তার মেয়ে ‘সমকামী’

জন্মদিনে মেরিল স্ট্রিপ জানলেন তার মেয়ে ‘সমকামী’ - the Bengali Times

অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও মেয়ে লওসা জ্যাকবসন গামার

এখন পর্দা থেকে বেশ দূরে হলিউডের বিখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। অভিনেত্রীর বাইরেও তিনি একজন একাধারে সমাজসেবিকা। বহু বার দেশ-বিদেশের রাজনীতি নিয়ে মুখ খুলতেও দেখা গেছে তাকে। অস্কারের মঞ্চে দাঁড়িয়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের বিরোধিতাও করে ছিলেন মেরিল। এমনই এক স্বাধীনচেতা অভিনেত্রী তার জন্মদিনে রীতিমতো সারপ্রাইজ পেলেন। আর এই সারপ্রাইজটা দিলেন তার মেয়ে লওসা জ্যাকবসন গামার।

প্রাইড মাসেই প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, তিনি সমকামী। ছবি শেয়ার করলেন প্রেমিকার সঙ্গেও। লওসা লিখেছেন, নতুন এক জীবনে প্রবেশ করলাম।

- Advertisement -

তবে মেয়ের এই সমকামিতা নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলেননি মেরিল স্ট্রিপ। তবে অনেকেই মনে করছেন, মেরিল একেবারেই অন্যরকম মানুষ। তিনি স্বাধীনচেতা। তাই মেয়ের সমকামিতা মেনে নিতে তার বাধা নেই।

প্রসঙ্গত, ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পামে ডিওর পুরস্কার পেয়েছেন মেরিল স্ট্রিপ। সিনেমায় অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles