9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বিয়ের জন্য সাঁজতে পার্লারে গিয়ে সাবেক প্রেমিকের গুলিতে তরুণী নিহত

বিয়ের জন্য সাঁজতে পার্লারে গিয়ে সাবেক প্রেমিকের গুলিতে তরুণী নিহত
ছবি সংগৃহীত

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের জানশিতে। সেখানে বিয়ের সাঁজ সাঁজতে বিউটি পার্লারে গিয়েছিলেন ২২ বছর বয়সী এক তরুণী। কিন্তু পার্লারে গিয়ে সাবেক প্রেমিকের গুলিতে প্রাণটাই হারায় সে। রবিবারের এ ঘটনায় জানশিতে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর এনডিটিভির।

জানা গেছে, কাজল নামের ওই তরুণীকে মধ্যপ্রদেশের দাতিয়া থেকে হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাবেক প্রেমিকা দীপক কাজলকে গুলি করার সময় রুমাল দিয়ে মুখ বেঁধে রাখে। ওই রুমালে লেখা ছিল কাজল তুমি আমাকে ধোকা দিয়েছ।

- Advertisement -

সিসিটিভির ফুটেজে দেখা যায়, কাজলকে গুলি করার পরই পার্লার থেকে পালিয়ে যায় সে। কাজলের বোন নেহা জানায়, তার বোন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দীপক তার সঙ্গে যাওয়ার কথা বলে। কিন্তু বোন তাতে স্বীকৃতি জানায়। এক পর্যায়ে সে দরজা ভেঙে তাকে গুলি করে।

নেহা আরও জানায়, দীপক তাদের একই গ্রামের ছেলে। ওইদিন তার বোনের বিবাহ অনুষ্ঠান ছিল। এজন্য বিউটি পার্লারে গিয়েছিল সাঁজার জন্য। তার সঙ্গে মুখে রুমাল বেঁধে দীপকও সেখানে যায়। এক পর্যায়ে কেন প্রতারণা করেছে জানতে চেয়ে কাজলকে গুলি করে দীপক পালিয়ে যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles