
ছবি সংগৃহীত
তাদের প্রেমটা অন্যদের মতো ছিল না। সমাজের চোখ-রাঙানিও কম সহ্য করতে হয়নি। বাধা-বিপত্তি এসেছিল পদে পদে। তবে তুড়ি মেরে উড়িয়ে একে অপরের সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলেন অঞ্জু-কবিতা। দুই মাস আগে সমলিঙ্গ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজন।
ভারতের গুরুগ্রামে বিয়ের অনুষ্ঠানে একে অপরের সঙ্গে সারা জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন অঞ্জু-কবিতা। বিয়ের পর এখন কেমন রয়েছেন তারা? একে অপরের সাহচর্যে কেমন দিন কাটছে? প্রশ্ন শুনেই খুশি ধরা পড়ল দুজনের গলায়। কবিতা জানালেন তিনি এ বিয়েতে খুবই খুশি। অঞ্জু ভীষণ যত্ন নেয় তার।
কবিতার কথায়, আমি আগে থেকেই জানতাম আমাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। তবে যখন আমার পরিবার নিয়ে মানুষজন কথা বলা শুরু করল তখন খারাপ লাগে। আমার সঙ্গী ভীষণ কেয়ারিং মানুষ। নিজের সিদ্ধান্তে গর্ব হচ্ছে আমার। ওর সঙ্গে খুব খুশি রয়েছি আমি। খবর এই সময়ের।