
২০০৪ সালে পর্দায় নাম লিখিয়েছিলেন ইমরান হাশমি। প্রথম সিনেমা ‘মার্ডার’। সেই সিনেমায় নায়িকা মল্লিকা শেরাওয়াতের সঙ্গে একাধিক চুম্বন দৃশ্যে অভিনয় করেন ইমরান। এত চুম্বন দৃশ্যে অভিনয় করায় বলিউডে তার নাম হয় ‘কিসার বয়’। তারপর থেকে ইমরানের কাছে এমন সব চরিত্রের অফার আসে, যেখানে চুমু থাকবেই।
‘কফি উইথ করণ’ টকশোতে ইমরান হাশমির কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন অভিনেত্রীকে পর্দায় কিস করে তার সবচেয়ে বেশি খারাপ লেগেছে? একটুও না ভেবে ইমরান বলেছিলেন মল্লিকা শেরাওয়াত। ইমরান এও বলেন, ‘মার্ডার টু’তে জ্যাকলিন ফার্নান্ডিজের সঙ্গে তার কিসিং সিন সবচেয়ে ভালো লেগেছিল।
শোনা যায় মার্ডারের শুটিংয়ের সময় ইমরানের সঙ্গে বচসা হয় মল্লিকার। শুটিংয়ে অসম্ভব ঝামেলা এবং তর্ক হয়েছিল। ফলে মল্লিকার সঙ্গে তার বহুদিন কথা বন্ধ ছিল। প্রথম সিনেমায় একসঙ্গে অভিনয় করার পর তারা আর একসঙ্গে কাজ করেননি। দুই দশক ধরে একে-অপরকে এড়িয়ে গিয়েছেন।