
অভিনেত্রী জয়া আহসানের একটি মনস্তাত্ত্বিক সিনেমার টিজার প্রকাশ হয়েছে। এটি পরিচালনা করেছেন ভারতীয় পরিচালক সৌকর্য ঘোষাল। ভারতসহ কয়েকটি জায়গায় চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানো হয়েছে বলে জানান জয়া। তবে তারা মুক্তির তারিখ জানাননি।
‘ওসিডি’ নামের এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার চরিত্রের নাম শ্বেতা।
মাত্র ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি জয়া তার ফেসবুকে প্রকাশ করেছেন সোমবার নিজের জন্মদিনে।
অভিনেত্রী লিখেছেন- চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? এর উত্তর পেতে দেখতে হবে ওসিডি।
বর্তমানে কলকাতায় অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ সিনেমায় শুটিং করছেন জয়া। চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে তার নতুন ওয়েব সিরিজ।