3.8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

মার খেয়েছিলেন অপু বিশ্বাস, দাবি বুবলীর

মার খেয়েছিলেন অপু বিশ্বাস, দাবি বুবলীর - the Bengali Times
ছবি সংগৃহীত

শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস অ শবনম বুবলীর দ্বন্দ্ব এখন চিরাচরিত ঘটনা। দুইদিন পরপরই একে অপরকে নিয়ে মন্তব্য করে থাকেন আলোচনায়। কেউ কাউকে এক চুলও ছাড় দিতে নারাজ। সুযোগ পেলেই বাকযুদ্ধে মেতে উঠেন তারা।

কিছুদিন আগেই অপু বিশ্বাস দাবি করেছেন, শাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলীর ওঠাবসা বেশি। বিষয়টি নিয়ে এবার মুখ বললেন বুবলী। বললেন, ‘২০০৮ সালে শাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি…পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ভিড়েছিল। তার এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানেন। জনা আপু, বিদ্যা সিনহা মিম, মারুফ ভাই, কাজী হায়াৎ আংকেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কী বেয়াদবি করেছিলেন, এটাও নিউজ পেপার কাটিং আছে। এমনকি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি।

- Advertisement -

২০১৭ সাল থেকে শাকিব খান এবং তার পরিবার নিয়ে কী অপমানজনক কথা উনি বলেছিলেন, সব আছে ভিডিওতে। আরেক নায়কের সঙ্গে যখন আবারও প্রেমের গুঞ্জন চড়াও হলো, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না, তখন সে বলল এ রকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছা করে!’

বুবলী আরও বলেন, ‘২০১৭ সালে এফডিসিতে যখন শাকিব খানের সঙ্গে ঝামেলা হয়েছিল, তখন শাকিবের বিরুদ্ধে ছিল অপু বিশ্বাস। এ রকম অনেকের সঙ্গে সেলফিতে হা হা হি হি করতে দেখা গেছে, যারা শাকিবের বিরোধিতা করেছেন।’

- Advertisement -

Related Articles

Latest Articles