
টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব। নিজের ছবি ও নানারকম পোস্ট করে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। এবার জানালেন, অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন এই অভিনেত্রী। সেটি আবার মেয়ের বয়সের ছেলেদের কাছ থেকে!
শ্রীলেখা ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘কী মুশকিল মেয়ের বয়সী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’
শ্রীলেখা মিত্রের সংসারে এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা। গত ২৩ নভেম্বর খোলা চুল, গলায় ভারী নেকপিস, কানে দুল ও হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন, ‘মেয়ে পছন্দ?’ তারপরই প্রশ্ন উঠে আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা?
এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শ্রীলেখা জানান, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসেন তিনি। তাই সেজেগুজে ছবি তুলে সবাইকে দেখিয়েছেন। তিনি বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনো কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে আমাকে দত্তকও নিতে পারেন।’