6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ধর্ষণের শিকার কিশোরীকে পালাতে সাহায্য করেন অভিযুক্তের বাবা

ধর্ষণের শিকার কিশোরীকে পালাতে সাহায্য করেন অভিযুক্তের বাবা - the Bengali Times
ইশান হোসেন

ফেনীর সোনাগাজীতে অপহরণের চারদিন পর আজ বুধবার ভোরে ফেনী সদরের লালপুল এলাকার একটি বাসা থেকে স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী অভিযুক্ত ইশান হোসেনকে (১৬) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় আজ বুধবার দুপুরে অপহৃত স্কুলছাত্রীর মা বিবি মরিয়ম বাদী হয়ে সোনাগাজী মড়েল থানায় একটি মামলা দায়ের করেন।

- Advertisement -

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার বগাদানায় নতুন বাজারের আশ্রমের সামনে থেকে অপহরণ করা হয় স্কুলছাত্রীকে। অপহরণের পর ঢাকার আবদুল্লাপুরে একটি বাসায় আটকে রেখে চারদিন তাকে ধর্ষণ করে ইশান। মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ায় ছেলের বাবার সহযোগীতায় মঙ্গলবার (৯ জুলাই) রাতে মেয়েটি লালপুলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা ৫নং চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের ছেলে ইশান হোসেনকে প্রধান আসামি করে তিন জনের নামে অপহরণ মামলা করেছেন।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ জানান, অপহরণ ও ধর্ষণের ঘটনায় বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাগাজী থানায় ইশানের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles