10.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

প্রশ্নফাঁসকাণ্ডে আলোচনায় তাহসান, যা জানা গেল

প্রশ্নফাঁসকাণ্ডে আলোচনায় তাহসান, যা জানা গেল - the Bengali Times
ফাইল ছবি

বিসিএসসহ সরকারী বিভিন্ন চাকরিতে প্রশ্নফাঁসের বিষয়টি এখন দেশজুড়ে আলোচনায়। সম্প্রতি জানা যায়, প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী ছিলেন গায়ক ও অভিনেতা তাহসান খানের মা সাবেক পিএসসি চেয়ারম্যান ড. জিনাতুন নেসার গাড়ির চালক। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে মা জিনাতুন নেসার চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান। পরে সেই পরীক্ষা বাতিল হয়। আর ভাইভায় বাদ পড়েন তাহসান।

এ বিষয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন অভিনেতা তাহসান খান। তিনি জানান, তিনি কখনোই বিসিএস পরীক্ষা দেননি। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার প্রশ্নই আসে না।

- Advertisement -

দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পুরো বিষয়টিই ভুয়া। আমি কখনোই বিসিএসে বসিনি। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার প্রশ্নই আসে না। আমার বিসিএস দেওয়ার প্রয়োজন পড়েনি।’

প্রশ্নফাঁসকাণ্ডে মায়ের নাম আসায় এই তারকা বলেন, ‘এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্য ড্রাইভারদের মতোই একজন। তিনি আমার মায়ের ড্রাইভার নন।’

এদিকে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, ২৪তম বিসিএসের ভাইভায় তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয়। এতে বলা হয়, মূলত ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি ২৪তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নফাঁসের অভিযোগে ৩ মার্চ পরীক্ষাটি বাতিল করে পিএসসি। পরবর্তীতে পুনরায় ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইবার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয়।

অর্থাৎ যে বিসিএসে তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয়, তাই তাহসানের সুপারিশ পাওয়ার কোনো সুযোগ ছিল না। তাছাড়া ২৪তম বিসিএসে ভাইবা একবারই হয়েছিল। ফলে পুনরায় ভাইবায় অংশগ্রহণের দাবিটিও অমূলক।

- Advertisement -

Related Articles

Latest Articles