6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

খাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী, ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেন যুবক

খাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী, ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেন যুবক - the Bengali Times
ধর্ষক উজ্জ্বল মিয়া

নেত্রকোণার মোহনগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে উজ্জ্বল মিয়া (৪০) নামের এক যুবক ধর্ষণ করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে উজ্জ্বলকে আসামি করে শনিবার (১৩ জুলাই) দুপুরে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ওইদিন রাতেই পাবই থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার সকালে নেত্রকোণা আদালতে পাঠায় পুলিশ। একই দিন ভুক্তভোগী স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত বুধবার ওই যুবক স্কুলছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে।

- Advertisement -

গাড়ি থেকে নেমে দৌঁড় দেন যুবলীগ নেতা, ধাওয়া করে কোপাল দুর্বৃত্তরাগাড়ি থেকে নেমে দৌঁড় দেন যুবলীগ নেতা, ধাওয়া করে কোপাল দুর্বৃত্তরা
উজ্জ্বল মিয়া উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার থেকে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী। ওইদিন তার মা অসুস্থ এক আত্মীয়কে দেখতে যান। সে স্কুল থেকে এসে দুপুরের খেতে বসে। এসময় উজ্জ্বল মিয়া পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেন। ওই ছাত্রীকে উজ্জ্বল জরিয়ে ধরলে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে উজ্জ্বল। পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর দাদি উজ্জ্বলকে দেখতে পায়। এ ঘটনায় শনিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় উজ্জ্বল মিয়াকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য নেত্রকোণা পাঠানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles