
জীবনে প্রথমবার বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার আগমুহূর্ত ফাইল ছবি
কোপা আমেরিকা, লা ফিনালিসিমা, বিশ্বকাপ- টানা তিনটি শিরোপা জয়ের পর আর্জেন্টিনা আরও একটি মহাদেশীয় শিরোপার কাছাকাছি। বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় কোপার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা আর কলম্বিয়া। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন আনহেল ডি মারিয়া। এমন মুহূর্তে এসে ক্যারিয়ার নিয়ে তিনি পরিতৃপ্ত।
আর্জেন্টিনার হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী ডি মারিয়া। দিনের পর দিন কিছুই জিততে না পারা আর্জেন্টিনা থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া- সব স্বাদই তিনি পেয়েছেন। বিদায়বেলায় তাই ইনস্টাগ্রামে প্রিয়বন্ধু আর ১৬ বছরের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে ডি মারিয়া লিখেছেন, “আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে।”
বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। এর মধ্যে হয়তো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে তিনটি গোল—২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, এরপর ২০২২ সালে লা ফিনালিসিমা আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের গোল। এবার আরেকটি কোপা জয়ের মাধ্যমে তিনি কি বিদায় নিতে পারবেন?