0 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

অন্তঃসত্ত্বা দীপিকার গালে শাহরুখের চুম্বন!

অন্তঃসত্ত্বা দীপিকার গালে শাহরুখের চুম্বন!
ছবি সংগৃহীত

আম্বানিপুত্রের বিয়ের আসর মাতিয়ে রেখেছিলেন রণবীর সিং। প্রায় প্রতিটি গানের সঙ্গে মন খুলে নাচতে দেখা গেছে তাকে। তাই একাই বিয়ের আসরে প্রবেশ করেছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন।

স্ফীতোদর নিয়ে আর নাচের মঞ্চের দিকে পা বাড়াননি বলিউডের অভিনেত্রী। বরং দর্শকাসনে বসে বিয়ে দেখেছেন। পরে নাচের পর্ব সেরে এসে স্ত্রীর পাশে বসে তাকে সময় দিয়েছেন রণবীর। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।

- Advertisement -

ভিডিওতে আরও একটি বিষয় হৃদয় ছুঁয়ে গেছে নেটাগরিকদের। দীপিকা ও রণবীর পাশাপাশি বসেছিলেন। হঠাৎই সেখানে হাজির হন শাহরুখ খান। নিজের ছবির ‘লাকি চার্ম’ দীপিকাকে এসে আলিঙ্গন করেন তিনি। স্নেহচুম্বন দেন দীপিকার গালে। তার পরেই উঠে দাঁড়ান রণবীর। শাহরুখকে উষ্ণ অভ্যর্থনা জানান অভিনেতা।

এই ভিডিওতে মন মজেছে নেটাগরিকদের। এদিন দীপিকা পরেছিলেন লাল রঙের জমকালো সালোয়ার স্যুট। সঙ্গে সিঁদুর, টিপ, গলায় ভারী নেকলেস— সব মিলিয়ে সাবেকি সাজে নজর কেড়েছিলেন অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles