-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

শিক্ষার্থীদের দিকে অস্ত্র তাক করা কে এই ব্যক্তি?

শিক্ষার্থীদের দিকে অস্ত্র তাক করা কে এই ব্যক্তি?

ছবি মহুবার রহমান

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করতে দেখা যায় এক ব্যক্তিকে। কার্জন হল এলাকায় নির্মিতব্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের নিচে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল গেটে মাথায় হেলমেট পরিহিত ওই যুবক অস্ত্র তাক করে আছেন এমন একটি ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার জানা গেল তাঁর পরিচয়।

অনুসন্ধানে জানা যায়, আগ্নেয়াস্ত্র তাক করা যুবক হলেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা হাসান মোল্লা। তিনি ছাত্রলীগের সোহাগ-জাকির কমিটির সময় কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ।

- Advertisement -

জানা গেছে, হাসান মোল্লা ঢাকা কলেজের ২০০৭-০৮ শিক্ষাবর্ষ ও আখতারুজ্জামান ইলিয়াস হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড, গৃহায়ণ ও গণপূর্তের অন্যতম ঠিকাদার তিনি।

ক্যাসিনো কান্ডে আলোচিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউছারের ভাগিনা হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লা আবু কাউছার নিজেই।

হাসান মোল্লা মামার আধিপত্যে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্ত্রের ভয় দেখিয়ে শত কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ আছে। তাকে ঠিকাদারি কাজ না দিলে মারধর ও গুলি চালাতেন। এর আগেও তার বিরুদ্ধে মানুষকে গুলি করার অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহকর্মী বলেন, হাসান মোল্লা দুটি বন্দুক ব্যবহার করেন। তবে কোনোটিরই লাইসেন্স নেই। মূলত তার ঠিকাদারি ব্যবসা চালাতে এসব অস্ত্র ব্যবহার করেন। ঠিকাদার ব্যবসা করে তার দুটি রিসোর্ট, চারটি ফ্লাটসহ কয়েক শত কোটি টাকার মালিক বনে যান তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles