
টরন্টোর একটি রাইডিংয়ের জুইশ কমিউনিটি আসন্ন উপনির্বাচনে যাতে টরি প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে ট্রুডোকে তার প্রতারণার জবাব দেওয়া হয় সেই বার্তা চেয়েছে। টরন্টো সেইন্ট পলের ভোটাররা ২৪ জুন নতুন প্রতিনিধি খুঁজে পেয়েছে।
দীর্ঘদনের লিবারেল কেবিনেট মন্ত্রী ক্যারোলিন বেনেটের উত্তরসূরী হিসেবে নতুন প্রতিনিধি বেছে নিতে খুঁজে নেন টরন্টোর ভোটাররা। দুই দশক ধরে এমপির দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসরে যান তিনি। সব বড় জরিপ সমীক্ষায় পিছিয়ে রয়েছেন ট্রুডো। কনজার্ভেটিভরা এর সুবিধা নিতে চাইছেন।
সম্প্রতি দলটি একটি চিঠি ইস্যু করেছে, যা রাইডিংয়ের ইহুদি পরিবারগুলো গ্রহণ করেছে। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবিদ্বেষের ব্যাপারে ট্রুডোর নীরবতার কতা বলা হয়েছে চিঠিতে। এতে বলা হয়েছে, অস্তিত্ববাদী এই হুমকির মুখে নীরব থাকেন এমন নেতাকে আমরা আমরা মেনে নিতে পারি না। চিঠিতে স্বাক্ষর করেছেন উপনেতা মেলিসা ল্যান্টসম্যান। সতিনি গ্রেটার টরন্টো এরিয়া রাইডিংয়ের প্রতিনিধি এবং তিনি নিজেও একজন ইহুদি।
চিঠিতে ট্রুডোকে ভাবলেশহীন নীরব, কাপুরুষ নীরব বলে অভিযুক্ত করা হয়েছে। দলটি বলেছে, লিবারেলরা সহিংসতা থেকে ইহুদিদের ব্যবসা এবং ইহুদি কমিউনিটি সেন্টারগুলোকে রক্ষায় ব্যর্থ হয়েছে। এবং ট্রুডো এমন সব এমপি দ্বারা পরিবেষ্টিত, যারা গাজায় শর্তহীন যুদ্ধবিরতির দাবি কুলছেন। ট্রুডোও ইসরায়েলকে সমর্থনে অস্বীকার করেছেন।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.