
গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বেশ কয়েকজন এমপি সজ্ঞানে বিদেশি সরকারগুলোকে সহায়তা করেছে বলে জানিয়েছেন এনডিপি নেতা জাগমিত সিং। এমন আচরণকে তিনি অনৈতিক এমনকি অবৈধ বলতেও দ্বিধা করেননি।
জাগমিত সিং বলেন, সংসদ সদস্যদের নিয়ে গঠিত জাতয়ি নিরাপত্তা ও গোয়েন্দা কমিটির তৈরি বিদেশি হস্তক্ষেপ সংক্রান্ত প্রতিবেদন পড়ে আজ তিনি আরও বেশি ভয়ার্ত।
এমপি এবং সেনেটরদের নিয়ে গঠিত কমিটি সরকারি এক প্রতিবেদনে বলেছে, কানাডিয়ান রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপের চেষ্টায় কিছু সংসদ সদস্য স্বেচ্ছায় বা আধা স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন।
জাগমিত সিং সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পড়ে তিনি ওয়াচডগের সরকারি উপসংহারের ব্যাপারে আরও বেশি নিশ্চিত হয়েছেন। সংক্ষেপে বললে বেশ কয়েকজন এমপি রয়েছেন, যারা জেনেশুনেই বিদেশি সরকারকে সহায়তা দিয়েছেন।
এর মধ্যে কিছু বিষয় কানাডা ও কানাডিয়ানদের জন্য বিপর্যয়কর। সব স্তরের সরকারেই এমন কিছু রাজনীতিক রয়েছেন, যারা বিদেশি হস্তক্ষেপ তেকে লাভবান হয়েছেন। এসব আচরণের কিছু কিছু সত্যিকার অর্থেই ফৌজদারি অপরাধের শামিল এবং এর বিচার হওয়া উচিত। তিনি যে বিদেশি হস্তক্ষেপের লক্ষ্য ছিলেন প্রতিবেদনে সেটাও উঠে এসেছে।
কিন্তু এনডিপি নেতা প্রতিবেদনে উল্লেখিত এমপিদের সংখ্যা ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। এর আগে তিনি বলেছিলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদনে যদি নিউ ডেমোক্রেটিক কোনো এমপি বিদেশি হস্তক্ষেপে অংশ নিয়েছেন প্রমাণ হলে ককাস থেকে তাকে বের করে দেওয়া হবে। তবে এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত নেওয়া হবে না বলে সম্প্রতি জানিয়েছেন তিনি।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.