-0.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

বুক তার বাংলাদেশের হৃদয়!

বুক তার বাংলাদেশের হৃদয়!
বুক তার বাংলাদেশের হৃদয়

রংপুরের ঐ ছেলেটি কি সরকার উৎখাতে বুক পেতে দিয়েছিল? না, সে শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলতে চেয়েছিল, এই স্বাধীন ভুখন্ড হবে বৈষম্যহীন। সে শুধুমাত্র নিজের যোগ্যতায় একটি সরকারী চাকুরী পেতে চেয়েছিল। যে চাকুরীটা তার পূর্বসুরীরা পাকিস্তান থাকতে পায় নি, পেত না, সেটাই সে স্বাধীন বাংলাদেশে পেতে চেয়েছিল।

সে ভেবেছিল পূর্বসুরীরা বৈষম্য ভেঙে মুক্তির যুদ্ধ করে যে স্বাধীনতা এনে দিয়েছিল সেই স্বাধীন বাংলাদেশে ৫৩ বছর পরে সে তার নিজ মেধায়, নিজ যোগ্যতায়, সকলের সাথে প্রতিযোগিতা করে, কোন রকম পক্ষপাতিত্ব, ঘুষ দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলপ্রীতি ছাড়াই একটি সরকারি চাকুরী সে পেতে পারে, সে অধিকার তার আছে।

- Advertisement -

হায় সেলুকাস, সে জানতো না, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানি হায়েনাদের বিরুদ্ধে জীবন বিসর্জন দিয়ে তার পূর্বসুরীদের অর্জন করা দেশ বিগত ৫৩ বছরে আরো পদে পদে বৈষম্যের বিষবাস্পে দূষিত হয়েছে। সে জানতো না, এখানে এই বদ্বীপে নিরাপদ সড়ক চাওয়া একটা অপরাধ, নিজ যোগ্যতায় চাকুরী চাওয়া একটা অপরাধ, বাক, ব্যক্তির অধিকার চাওয়া একটা অপরাধ, বই খাতা কাগজ কলমের দাম তথা নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম কমাতে বলা একটা অপরাধ, দেশের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সত্যিকার ব্যবস্হা নেবার দাবী তোলাও একটা অপরাধ হতে পারে!

তাইতো চোখের সামনে পিওন চাপরাশি, ড্রাইভার, মালি, ঘাটের কুলি, তোষামোদকারী চাটুকাররা আজ শত শত কোটি টাকার মালিক আর একজন কোমলমতি ছাত্রের যোগ্যতা অনুযায়ী একটা চাকুরী চাওয়া বিশাল অপরাধ হতে পারে! প্রশ্ন ফাঁস করে টাকা দিয়ে, নানান ধান্দাবাজি করে চাকুরী পাওয়া যাবে, কিন্তু পড়াশোনা করে নয়! এমন বোকা ছেলেটা জানতো না তার বুক, তার জীবন কত সস্তা, কত তুচ্ছ! সে তার বুক পেতে দিয়ে বৈষম্য দুর করতে চেয়েছে!

কিন্তু আজ মনে হচ্ছে বুক তার বাংলাদেশের হৃদয়। দলমত নির্বিশেষে ১৮ কোটি মানুষের সবার বুকই সে তার ঐ ছোট্ট হৃদয়ে ধারণ করেছে, শুধুমাত্র মানুষের ন্যায্য অধিকার পেতে তার বুকের তাজা রক্তে আজ রাজপথ রন্জিত হয়েছে। ঠিক যেমনটি বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আজ বাংলার মানুষ তার অধিকার চায়, বাঁচতে চায়’, ঠিক তেমনিভাবে বলতে হয়, বাংলার মানুষ আজ সকল প্রকার বৈষম্য আর বিভক্তির ফাঁদ থেকে মুক্তি চায়, নিজ অধিকার ফিরে পেতে চায়, মাথা উঁচু করে বাঁচার মত বাঁচতে চায়! বাংলাদেশের মানুষ কি পারবে আবু সাঈদের রক্তের বিনিময়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ ও শত সহস্র সম্ভ্রমহারা মা বোনের স্বপ্ন পূরণ করতে?

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles