
পৃথিবীর মায়া পড়েছিল তোমার চোখে
আজ পৃথিবী দূরে সরে যাচ্ছে কাছে আসছি আমি
সম্মুখে নয় অন্তরে অলীক।
ঘন কালো চুল, ব্যাপ্ত অতীত, সেসব কি আছে মনে?
মনে হয় এইতো সেদিন দুলেছি দুজনে সন্ধ্যা বাতাসে
অনন্ত স্বপ্নিল দৃষ্টি- চঞ্চল আঁখিতে।
এইখানে, না না আরেকটুকু নিচে
এইতো এইখানে সব স্মৃতি।
সূর্যের আলো পৌঁছায় না তবুও আছে ঋতি।
এইখানে, ঝিনুক বন্দী লালিত সময়
বড় হয় বিপুল হয় – প্রতিদিন বাড়ে নিজস্ব নিয়মে।
স্কারবোরো, কানাডা