16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সাউন্ড গ্রেনেড টিয়ারশেলে অন্ধকার ঢাকা বিশ্ববিদ্যালয়

সাউন্ড গ্রেনেড টিয়ারশেলে অন্ধকার ঢাকা বিশ্ববিদ্যালয় - the Bengali Times

টিয়ারশেলে অন্ধকার ঢাকা বিশ্ববিদ্যালয়

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ বুধবার ৪টার পর থেকে গায়েবানা জানাজা পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বরে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গায়েবানা জানাজা কর্মসূচির পর কফিন মিছিল শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা পুরো জমায়েত নিয়ে রাজু ভাস্কর্যের দিকে রওনা দেন। কোটা সংস্কারপন্থীরা যখন রোকেয়া হল বরাবর পৌঁছায় তখন রোকেয়া হল ও ভিসি চত্ত্বর উভয় পাশ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

- Advertisement -

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে নিক্ষেপ করে পুলিশ। এতে শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। ক্যাম্পাস জুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের অন্তত ৩০ টি গাড়ি। ক্যাম্পাসের বাইরের ফটকগুলোতে বিজিবির সঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান।

অপরদিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থেকে বের হওয়ার সময় তাঁদের মুঠোফোন তল্লাশি করা এবং মারধর করতেও দেখা গেছে। বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে অন্তত তিনজনকে মারধর করা হয়। তাঁদের দুজনকে পুলিশ রক্ষা করে।

- Advertisement -

Related Articles

Latest Articles