6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বেঁচে গেলেন তিনি

বেঁচে গেলেন তিনি
বেঁচে গেলেন তিনি

ফরমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হ***ত্যা* র চেষ্টা। একটুর জন্য বেঁচে গেলেন তিনি।

হ * ত্যা *র চেষ্টাকারীর পরিচয় পাওয়া গেছে।

- Advertisement -

আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শনিবারে আমেরিকায় ফরমার প্রেসিডেন্ট ট্রাম্পকে হ **ত্যা করে মে*রে ফেলার চেষ্টা করা হয়েছে।

ট্রাম্প আগামী নভেম্বরের ৫ তারিখে আমেরিকার আসন্ন ভোটে প্রেসিডেন্ট হওয়ার জন্য নমিনেশন পেয়েছেন। ভোটে পাশ করলে তিনিই হবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তিনি বর্তমানে আমেরিকার বিভিন্ন স্টেটে জনসংযোগ করে বেড়াচ্ছেন।
গতকাল শনিবার ট্রাম্প আমেরিকার Pennsylvania এর Butler’তে এক জনসংযোগে বক্তব্য করছিলেন। এমন সময় হঠাৎ তাকে লক্ষ্য করে গু** লি করা হয়। নিশানাটা একেবারে ট্রাম্পের ডান কানে গিয়ে ছেদ করে। সঙ্গে সঙ্গে কান র**ক্তা**ক্ত হয়ে যায় ও মুখে ও হাতে র**ক্ত দেখা যায়।

তিনি খুবই সামান্যের জন্য এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন। ঘটনার পরপর তাকে Secret Service ঘিরে ধরেন এবং বিশেষ নিরাপত্তার বেষ্টনীতে গাড়িতে নিয়ে যান।

ক্ষিপ্ত ট্রাম্প হাত মুঠো করে কিল দেখিয়ে খিস্তিখেউড় করতে থাকেন।

এই ঘটনার পরপরই Secret Service পাল্টা গু*** লি করে ঐ আক্র*মণকারীকে হ**ত্যা করেন। মাইর দিলে মাইর খেতে হয় এমনই একটা অবস্থা। এ সময় র‍্যালিতে থাকা আরো একজন মা**রা যায় ও আরেকজনের অবস্থা খারাপ।
এই সু**টা**রটা কে ছিল?

আমেরিকার FBI এই সু**টা**রের পরিচয় খোঁজে বের করেছেন। যে এই কাজ করেছে তার নাম হলো Crooks. সে বয়সে তরুণ। রেকর্ড ঘেঁটে দেখা গেছে যে Crooks একজন রেজিস্টারড রিপাবলিকান। অর্থাৎ সে হলো ট্রাম্পের পার্টিরই একজন রেজিস্টারড মেম্বার। নভেম্বরের ভোটে Crooks এর প্রথম ভোটার হওয়ার বয়স হবে ও সে ভোট দিত আর কি। এখন তো ভোট দিতে পারবে না কারণ সে নিজেই শেষ। একটা কথা আছে না, অন্যের জন্যে ক*ব*র খুড়লে নিজেই সেই ক*ব*রে ঢুকতে হয়!

যাই হোক, ঐ ছেলের সব রেকর্ড চেক করে জানা গেছে সে যখন 17 years ওল্ড ছিল তখন সে $15 USD ডোনেশন করেছিল ActBlue’তে ডেমোক্রেটিক পার্টির জন্য মানি raise করার জন্য according to 2021 সালের ফেডারেল ইলেকশন.
জানা যাচ্ছে সে 2022 সালে হাই স্কুল ডিপ্লোমা অর্জন করেছে।

Law enforcement বলেছেন, শনিবারে Crooks কোনো রকম আইডেন্ডিফিকেশন বা এ ধরণের কোনো মেথোড ক্যারি করে নি।

সে কী করণে এই আক্রমণ করেছে সেটা এখনো ধারণা করা যাচ্ছে না।

জো বাইডেন অত্যন্ত দুঃখ প্রকাশ করে ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিরোধী দলীয় সকল নেতা মহাশয় অত্যন্ত দুঃখ প্রকাশ করে যার যার টুইটারে সমবেদনার বাণী জানিয়েছেন।

অনেকেই মনে করছে এই ঘটনার পর ট্রাম্পের বিজয় আরো নিশ্চিত হয়ে গেল।

তবে ট্রাম্প কিন্তু অত্যন্ত মুখের ওপর কথা বলা ছেলে। তিনি বাইডেনের সঙ্গে প্রথম ডিবেটে বলেছেন, “জো, তুমি দেশটাকে একটা গারবেজ বানাইছো। বর্ডার ক্রস করে যে কেউ এসে যাচ্ছে। যেখানে-সেখানে হা*গু করে অথচ তারা এদেশে এসে রাজকীয় হোটেলে থাকে আর দেশের নাগরিকরা থাকে রাস্তায়।”

সেদিন তিনি আরো বলেছেন, “আমি ক্ষমতায় আসার পর সব আনডকুমেন্টস পিপলকে depot করে দেব।”

তিনি চাইনিজ ও কা**লোদেরও সমালোচনা করেন সেদিন।

আমি আগেই বলেছি এই ছেলে দারুণ স্পষ্টভাষী। কাউকে তোয়াক্কা করেন না।

এদিকে বাইডেন স্যারের অবস্থা এতটা ভালো না। তিনি কোনো কথাই স্পষ্ট উচ্চারণের বলতে পারছেন না। জড়িয়ে যাচ্ছে। যাই হোক এই ছেলেরও তো আর কম বয়স হয় নি। বয়স ওনাকে একটু রেস্ট নিতে বলতেছে।

দেখা যাক আগামীতে কার কপালে কী থাকে! তবে ট্রাম্প আসলে আমেরিকায় ভুয়াভাবে ঢোকা, asylum জাহির করা বা যারা অলরেডি করেছে সবাইকেই একহাত নেবেন এই ছেলে সেটা লিখে রাখেন।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

টরন্টো,কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles