
ই-ট্রান্সফারের মতো দেখতে একটি ভুয়া ফেসবুক লিঙ্কে ক্লিক করে প্রায় ৬ হাজার ডলার খুইয়েছেন অন্টারিওরে একজন মা। সেই ঘটনায় শেয়ার করেন তিনি।
আমান্দা মোজত্তা সসা বলেন, আমার কাছে একে স্বাভাবিক বলে মনে হয়েছে।
মাজোতো-সসা তার কাজে না আসা একটি ডায়াপার জেনি বিক্রি করতে চাইছিলেন। সে অনুযায়ী ফেসবুক মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দেন। এর অল্প সময় পরই কয়েকজন ৪০ ডলারে কিনতে চেয়ে ফোন করেন। পাশাপাশি লিঙ্কসহ একটি টেক্সট মেসেজ পাঠান। লিঙ্কটিকে দেখে কোনো ই-ট্রান্সফার মনে হচ্ছিল। প্রকৃতপক্ষে লিঙ্কটি মাজোত্তোকে একটি ওয়েবসাইটে নিয়ে যায়, যা শেষ পর্যন্ত তার অ্যাকাউন্টটি খালি করে দেয়।
মাজোত্তো-সসা বলেন, আমার পাসওয়ার্ড এবং কার্ড নাম্বারটি পাঞ্চ করি। আমি সাইন ইন করি এবং তা আমাকে আরেকটি পেজে নিয়ে যায়।
মাজোত্তো-সসা এটা করার পর ওয়েবসাইটটি রিফ্রেশিং হতে থাকে এবং পেমেন্ট আর সম্পন্ন হয় না। কেউ একজন তার ও তার মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট যে হ্যাক করেছে সেটা তিনি বুঝতে পারেন এবং অ্যাকাউন্ট থেকে সাকল্যে ৬ হাজার ডলার চুরি হয়ে যায়।
স্ক্যামাররা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে টেক্সটের মাধ্যমে লিঙ্ক বিকৃত করেছে। এটা তাকে একটি ওয়েবসাইটে নিয়ে যায়, যা দেখতে তার ব্যাংকের মতো। তাই এ নিয়ে তিনি কোনো প্রশ্ন তোলেননি। স্ক্যামাররা এখন অনেক বেশি পরিশীলিত হয়ে উঠছে এবং ব্যাংকিং ওয়েবসাইট দেখতে কেমন তা তারা ভালো কর্ইে জানে।
সৌভাগ্যবশত মাজোত্তো-সসা যখন তার ব্যাংকের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন তখন তারা একটি গবেষণা করেন, যা সম্পন্ন করতে দশ দিন সময় লাগে এবং তারা ওই নারীকে অর্থ ফেরত দেয়। এটা ছিল তার কাছে দারুণ সুখবর।
মাজোত্তো-সসা বলেন, আমি সমুদয় অর্থ ফেরত পেয়েছি। এজন্য ঈশ্বরকে ধন্যবাদ।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.